কুলিয়ারচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর(কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের।
এসময় অন‍্যান‍্যদের মধ্যে

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মো. ওমর ফরুক, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী রুজিনা আক্তার ও সাদ্দাম হোসেন মহা খুশি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top