নড়াইল ১ আসনে পুনরায় নৌকা পেলেন মুক্তি, এবং ২ আসনে মাশরাফি

IMG_20231126_215838.jpg

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএম কবিরুল হক মুক্তি,এবং নড়াইল-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগের
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক ও নড়াইল জেলা বাসিকে উপহার দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হীরার টুকরা মাশরাফি বিনমুর্তজা। রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা
করেন দলের সাধারণ সম্পাদক

ওবায়দুল কাদের। এদিন দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন নড়াইলের নেতাকর্মীরা। এছাড়া জেলার ১ ও ২ আসনের বিভিন্ন স্থানে দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল মিষ্টি বিতারণ সহ অন্য কর্মসূচি পালন করেন জেলা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি ৭ তারিখে সারাদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top