যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য্য আবারও আওয়ামীলীগের মনোনয়ন; উপজেলা ব্যাপি আনন্দ মিছিলে মুখরিত

IMG_20231126_202304.jpg

নূরুল হক, মণিরামপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের আবারও মনোনয়ন পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। রোববার বিকেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ ঘোষনা প্রদান করেন। মনোনয়ন পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে মনিরামপুর উপজেলায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসানের নেতৃত্বে মণিরামপুর পৌরশহরের প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ আনন্দ মিছিল করে এবং দলীয় নেতাকর্মীরা জনসাধারণের মধ্য চলছে মিষ্টি বিতরণ। বৃহত্তম উপজেলার একটি পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ও ছোট বড় সকল বাজারে বিকেল

থেকে মিছিলে মুখরিত। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও খন্ড-খন্ড আকারে আনন্দ ও মিষ্টি বিতরণ অব্যহত রেখেছেন। পৌরশহরের আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগনেতা ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা মুরাদুজ্জামান মুরাদ, পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, সুমন চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আয়ুব আলী গাজী, সিরাজ উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবু, সাবেক সভাপতি জয়নাল পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, যুবলীগনেতা নিশাত কবির, লিটন কবির, আলমগীর হোসেন আলম, অভিজিৎ দত্তসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top