আমু ও হারুন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরন ও মোটর সাইকেল শোভাযাত্রা

IMG_20231126_222115-scaled.jpg

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠিঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএইচ হারুন ও ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে আবারো দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের টাউন হলের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান সোনালীর নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার। মিছিলটি শহর ঘুরে রোনাসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসরাত জাহান সোনালী। অপর দিকে ঝালকাঠি -১(রাজাপুর- কাঠালিয়া)   আসন থেকে আলহাজ্ব বজলুল হক হারুন

দলীয় মনোনয়ন পাওয়ায় ২৬ নভেম্বর সন্ধ্যায় তাৎক্ষণিক আনন্দ মিছিল সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রাজাপুর  উপজেলার সর্বস্তরের জনতা আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান সোনালী,রাজাপুর  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু বক্তব্য রাখেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাজাপুর বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন জানাও হয়।এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামী লীগ, যুবমহিলালীগ, ওলামালীগ সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ গ্রহন করেনএবং একে অপরকে মিস্টি খাওয়ানো হয় আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top