স্বাধীন প্যালেস্টাইনে পাশে থাকার অঙ্গীকার ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বের

IMG_20231125_185404.jpg

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতের সাথে সম্পর্ক আজকের নয়। প্রয়াত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সময় থেকেই। তাই নয় আরব দেশের সাথে ভারতের সুসম্পর্ক সবসময় ছিল। এমনকি ভারতের সাবেক শহীদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে স্বাধীন প্যালেস্টাইনের সম্পর্ক স্থাপন হয়ে ছিল। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে স্বঘোষিত প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসের আরাফাতের সাথে ছিল ভাই ও বোনের সম্পর্ক। এমনকি ভারতের বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সাথে মুক্তিকামী প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসের আরাফাতের সাথে বন্ধুত্ব গড়ে ছিল। তার মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও নরসিংহ রাও এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ সাথে গভীর সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কিন্তু স্বাধীন প্যালেস্টাইনের সাথে সম্পর্ক স্থাপন না করে ইজরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেন। আজ যখন স্বাধীন প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে নিজেদের স্বাধীন করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তখন ভারতের অবস্থান সুস্পষ্ট নয়। এই মত অবস্থায় স্বাধীন প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে। আজ ভারতের কোঝিকোড় সমুদ্র সৈকত এলাকায় একটি বিশাল সমাবেশে স্বাধীন প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে থাকার জন্য অঙ্গীকার করেন। আজকের এই বিশাল সমাবেশে উপস্তিত ছিলেন ভারতের জাতীয় সংসদের সদস্য এবং নেতা শশীথারু এবং ভারতের জাতীয় সংসদের সদস্য এবং মুসলিম নেতা তারিখ আনোয়ার এবং রমেশ চেন্নিথলা ও পান্নাকড সৈয়দ সাদিক সহ ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এবং মুসলীম লীগের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top