দ্বাদশ নির্বাচনে ঢাকা- ৬ আসনের দলীয় মনোনয়ন কিনেছেন কবি,রাজনীতিবিদ সালাউদ্দিন বাদল

সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ আগামী ৭ ই জানুয়ারী অনুষঠিত জাতীয় দ্বাদশ নির্বাচনে ঢাকা – ৬ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে কিনেছেন। কবি, রাজনীতিবিদ জননেতা সালা উদ্দিন বাদল । সালা উদ্দিন বাদল বলেন। পরিবেশ ছিল আন্তরিকতা পূর্ণ। তারা আমাকে একটি ফাইল দেন এবং এ ফাইলে বর্ণিত বিষয়বস্তু লিখে মনোনয়ন জমা দিব। দলীয় কার্যালয়ে গেলে শত শত দলীয় নেতাকর্মী ও সংস্কৃতি কর্মীরা আমাকে বরণ করে নেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাকে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য স্লোগান দেয়।

এসময়ে উপস্থিত ছিলেন, সামা আফরোজ , মৌসুমী আক্তার, আইয়ুব আলী খান, মো: জাকির হোসেন, মো: নাসির উদ্দিন,নবীন কিশোর গৌতম, নয়ন সাহা, সালমা হামিদ, বোরহান বাবু, তসলিমা হৃদয়, শামীম চৌধুরী শ্যামল, সমীর মজুমদার অসীম, আলেয়া মাহবুব, মোঃ পারভেজ, ফজলুল করিম চৌধুরী তপন, শাহিন আহমেদ শাহিন, মাহমুদুর রহমান, তরঙ্গ ডেইজি, অঙ্কন মজুমদার, মোসাম্মৎ পুতুল, এবায়দুল্লাহ, কবির হোসেন,রমি চৌধুরী প্রমুখ সেসময়ে বিভিন্ন গণমাধ্যমে সালাউদ্দিন বাদল পুরান ঢাকার কোতোয়ালি, ওয়ারী, সূত্রাপুর, গেন্ডারিয়া থানা নিয়ে গঠিত ঢাকা – ৬ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ড আমাকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top