সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অওতায় গতকাল শনিবার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর- কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব) মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি প্রকল্প পরিদর্শনকালে কিশোর-কিশোরী এবং দিঘলিয়া উপজেলার জেণ্ডার প্রোমটর,সংগীত,আবৃতি শিক্ষক,ফিল্ড সুপারভাইজারদের সাথে মত বিনিময় করেন। প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পটি বর্তমান সরকারের একটি যুগান্তরকারী পদক্ষেপ। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কিশোর-কিশোরীদের শাসন না করে আনন্দের মাধ্যমে শেখাতে হবে।
এখানে তাদের সৃজনশীলতা চর্চা কেন্দ্র। শিশুদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাতে হবে। প্রকল্প পরিচালক মহোদয় কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, ক্লাবে এসে তাদের সচেতনতাবৃদ্ধি পাবে তার সাথে সংগীত ও আবৃত্তি চর্চা করতে পারছে। এর পাশাপাশি তারা পুষ্টিকর নাস্তা পাচ্ছে এবং ক্যারাতে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আত্ম রক্ষার কৌশল শিখবে। ক্যারাতে প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীরা আত্ম বিশ্বাসী হয়ে গড়ে উঠতে পারবে ।
কিশোর-কিশোরীদের গান, আবৃত্তি শুনান। তিনি কিশোর-কিশোরীদের উপর সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক মঙ্গল কামনা করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক হাসনা হেনা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।