মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর কিশোরগঞ্জঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নার্গিস বেগমের নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়ে স্লোগান দেন তারা। আনন্দ মিছিলে পৌর আওয়ামী লীগের ২শতাধিক নারী অংশগ্রহণ করেছে বলে জানা যায়।