জয়নাল আবেদীন,সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জয়নব বিবি জলি।সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. আল মামুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার ফলে পদটি শূন্য হয়। ১২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. রফিকুল ইসলাম।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।ওই চিঠিতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সহিত পালন করবো।মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের দিকনির্দেশনা ও সকলের সহযোগিতা এবং পরামর্শ অনুযায়ী সীতাকুণ্ড বাসীর জন্য কাজ করে যেতে চাই।আমি আমাদের এমপি মহোদয় ও সাধারণ জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমাকে এমন একটি পদে বসানো হয়েছে।আসলে বিষয়টি ভাষায় প্রকাশ করার মত নয়।সকলে আমার কাজে সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যেতে পারি।