দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বেনাপোল বন্দর নিরাপত্তা পিমা’র ইনচার্জ বরখাস্ত

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা পিমা সিকিউরিটির কোম্পানির ইনচার্জ মিজানুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। পিমা চুক্তির মাধ্যমে বেসরকারি একটি নিরাপত্তা কর্মী সাপ্লায়ার প্রতিষ্ঠান। মূলত এখান থেকেই বেনাপোল বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন। এস এম আবু মুহিদ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট স্বাক্ষরিত একটি বরখাস্ত চিঠি পরিচালক ট্রাফিক বেনাপোল স্থলবন্দর বরাবর পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ চিঠিটা রবিবার গ্রহণ করেছেন বলেও বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালক মোঃ রেজাউল করিম।

কয়েকজন পিমা সিকিউরিটি কর্মীর সাথে কথা বলে জানা যায়, মিজানুর রহমান পিমা সিকিউরিটির সংস্থার ইনচার্জ হিসেবে বেনাপোল বন্দরে যোগদান করার পরপরই টাকার বিনিময় জনবল নিয়োগ, পছন্দমত গেটে ডিউটি
দেওয়ার মাধ্যমে ঘুষ বাণিজ্য, ছুটি দিয়ে বেতন কেটে রাখা, ঈদ-পূজার বোনাস ভাতা কম দেওয়া, বেতন দেওয়ার সময় বকসিস এর নামে ঘুষ আদায় সহ তার
বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ। এসকল অভিযোগর কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। তার বরখাস্তর খবর

বন্দর এলাকায় ছড়িয়ে পরার পর পিমা সিকিউরিটির সাধারণ সদস্যদের মধ্যে আনন্দ উল্লাস মেতে উঠেছে। রক্ষা পেয়েছেন ঘুষ খোর মিজানের হাত থেকে। তাদের আশা এবার পুরো বেতন ভাতা তারা বাড়িতে নিয়ে যেতে পারবে। এ ব্যাপারে বন্দর পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, পিমা সিকিউরিটির সংস্থা ইনচার্জ মিজানুর রহমান এর বরখাস্ত চিঠি পেয়েছি। তার অনিয়ম গুলো খতিয়ে দেখা হবে। বতর্মানে উক্তস্থানে দায়িত্ব পালন করছেন সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top