নূর হোসাইনঃ সাংবাদিক মিজানুর রহমান মিজান এর ছোট মেয়ে আবিদা আফরিন অধরা এর আজ শুভ জন্মদিন ১২ নভেম্বর ২০২৩ ইং শুভ জন্মদিন। ৮ বছর পূর্ণ হলো তার , তাই সাংবাদিক মিজানুর রহমান মিজান সবার কাছে কন্যার জন্য দোয়া চেয়েছেন । তিনি বলেন আমার মামনির জন্য সামনে দিনগুলো যেনো ভালোই কাটে এই দোয়া করবেন ইনশাল্লাহ । মিজানুর রহমান মিজান দৈনিক বাংলাদেশ
ও সাপ্তাহিক শেষ সংবাদ পত্রিকার রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে এবং জিমাউফা অসহায় মহিলা শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র এর ঢাকা মহানগর উত্তর উপ- কমিটির সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন । তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকা উত্তর ৯ নং ওয়ার্ডে বসবাস করেন । তার কন্যার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জিমাউফা এর চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন ।