খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের অভিযানে ১২৫লিটার চোলাইমদসহ এ্যাম্বুলেন্স জব্দ ও ২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রামগড় থানায় উপ-পরিদর্শক এসআই(নিঃ)মোহাম্মদ জাফর আলম,সংগীয় ফোর্সসহ নিয়মিত রাত্রীকালীন জরুরী ডিউটি এবং চেকপোষ্ট ডিউটিকালে চোলাইমদ বহনকারী এ্যাম্বুলেন্স রেজিঃ নং- চট্টমেট্রো–০২-১৪১৩ গাড়ি তল্লাশি করে ১২৫লিটার চোলাইমদসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইমন হোসেন হৃদয়(২১), খাগড়াছড়ি পৌরসভার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন,এর ছেলে। মো.ফরিদুল ইসলাম মেহেদী(২৫),খাগড়াছড়ি পৌরসভার শালবন আটার পরিবার এলাকার বাসিন্দা মো: হুমায়ুন কবিরের ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের নিয়মতান্ত্রিকভাবে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।