রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছিলেন না। তাই আল্লাহর রহমতে তিনি বেঁচে যান। আল্লাহ চেয়েছিলেন বাংলাদেশের অসহায় জনগনের মুখে হাসি ফোটানোর জন্যই তাকে রক্ষা করেছেছিলেন। তিনি দেশে ফিরে আসার পর এরশাদ ও বিএনপি জামায়াত জোট সরকারের সময় তার প্রাণ নাশের জন্য ২১ বার চেষ্টা চালিয়েছে। তারা প্রধানমন্ত্র শেখ হাসিনাকে হত্যার জন্য ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে ২১ জনকে হত্যা করেছে। আর সেই প্রচেষ্টার নেপথ্য নায়ক ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে এখন লন্ডনে পালিয়ে রয়েছে। আর সেখান থেকেই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে।” প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার শেরকোল থেকে চৌগ্রমাম পর্যন্ত ১২৫ কোটি টাকা ব্যায়ে ৭ কিলোমিটার
ও চৌগ্রাম থেকে নাটোরের শেষ সিমানা পর্যন্ত ১১৪ কোটি টাকা ব্যায়ে ৯ কিলোমির্টা নাটোর-বগুড়া সড়কে ৪ লেন কাজের ভিত্তি প্রস্তরের ভারচুয়ালী উদ্বোধন শেষে সিংড়া গোলই আফরোজ সরকারী কলেজ মাঠে আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসুচির আওতায সুবিধাভোগিদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওদিুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।