যশোরে বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

ইমাদুল ইসলাম,যশোরঃ বিএনপির দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে যশোর জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল করেছে। এ সময় চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।রোববার (৫ নভেম্বর) সকালে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রী কম থাকায় যশোর বাস টার্মিনাল থেকে কোনো রুটে নির্ধারিত সময়ে বাস ছাড়তে পারছেন না চালকরা। ফলে মহাসড়কে যান চলাচল অনেক কম। তবে সড়কে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। এ ছাড়া বিএনপি নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে যশোর শহরের বিভিন্ন সড়ক, যশোর-মাগুরা মহাসড়ক,

যশোর-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, মিছিলের আগেই বসুন্দিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মশিয়ার রহমানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গতরাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে যশোর শহরের একটি বাসা থেকে র‍্যাব তুলে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top