এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জঃ জাতীয় সমবায় ও সংবিধান দিবসের সংবাদ সংগ্রহ করতে গীয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বসে সকাল থেকে বিকেল পর্যন্ত সংবাদ সংগ্রহ করেও সাংবাদিকদের জন্য কোনো প্রকার বরাদ্দ দেওয়া হয়নী।এমনকি দুপুরের খাবার টুকুও জুটেনি ২০ থেকে ২৫ জন সিনিয়র জুনিয়র সাংবাদিকদের ভাগ্যে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক মহল,দুপুরের খাবারের সমায় সবার জন্য প্যাকেট খাবার বিতরণ করার সমায় সাংবাদিকরা লাইনে দাঁড়িয়ে গেলে তাদের জানানো হয় যে আপনাদের সবার বরাদ্দ নেই শুধু মাত্র ১০ টি প্যাকেট বরাদ্দ রয়েছে এটি আমাদের ডিসি অফিসের স্টাফদের। কথাটি কতটুকু লজ্জিত প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
নিকট,তবে এসময় অনেক সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করে খালি পেটে ঘরে ফিরেছে অনেকেই নিজের পকেটের টাকা দিয়ে হোটেলে বসতে দেখা গেছে,জাতীয় সমবায় ও সংবিধান দিবসে সাংবাদিকরা,বঞ্চিত হওয়ার ঘটনায় অনেকেই বলেন সাংবাদিক হল জাতীর বিবেক দেশের চর্তুথ স্তম্ভ জাতীয় দিবসে তাদের বঞ্চিত করে এধরণের দিবসের আয়োজন কতটা যুক্তি যুক্ত আমরা এধরণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে সাংবাদিকের প্রতি সন্মান দিয়ে তাদের জন্য জাতীয় দিবসের পাশাপাশি প্রতিটি সরকারি অনুষ্ঠানে তাদের জন্য আলাদা ভাবে বরাদ্দ দিয়ে পাশে থাকার আহবান।