ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

IMG_20231104_092826.jpg

খানজাহান আলী থানা/ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনি অসহায় নিরীহ জনগণের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি মুসলমাদের রক্ষার দাবীতে ফুলবাড়ীগেট রংমিল যুব সমাজের উদ্যোগে ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্ট]্যান্ড চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে আছরের নামাজের পরপরই মীরেরডাঙ্গা, রংমিল, সেনপাড়া, সোনালী, এ্যাযাক্রা, কেডিএ আবাসিক এলাকা, যাব্দিপুর, যোগিপোল, ফুলবাড়ীগেট, খানাবাড়ী, কপোতাক্ষসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা খন্ডখন্ড মিছিল নিয়ে ফুলবাড়ীগেট বাসস্টান্ডের এ কর্মসুচিতে অংশগ্রহণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসরাইলকে অর্থনৈতিক ভাবে দূর্বল করতে ইসরাইলের সকল পণ্য বর্জনের আহবান জানান। একই সাথে বক্তারা ফিলিস্তিনী মুসলমানদের রক্ষায় বিশ^ নেতাদেরকে নিরিহ নির্যাতিত ও নিপিড়িত অসহায় ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর আহবান জানান।

সেনপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাও. রফিকুল ইসলাম ও ইসমাইল হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন মাওলানা সিরাজুল ইসলাম, ইমদাদুল উলুম রশিদীয় মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ বিন আব্দুল খালেক, মাও. ফরিদুল ইসলাম, মুফতি মাও. শাহজাহান হোসেন, মাও. ফয়জুল্লাহ আল মাসুম, জুনাইদ েেহাসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুস শাকুর। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার শতশত তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট, মীরেরডাঙ্গা পেট্টোলিয়াম সার্ভিস হয়ে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এসে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ ও মিছিল শেষে খুলনা যশোর মহাসড়কের উপর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। আগামী ১৭ নভেম্বর শুক্রবার আছরবাদ ফুলবাড়ীগেট ব্লার্ড ব্যাংকের উদ্যোগে একই দাবীতে ফুলবাড়ীগেট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top