যশোরের মণিরামপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রিপোর্টারঃ এইচ এম বাবুল আক্তারঃ ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের মণিরামপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে। উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ,যশোর জেলা পরিষদের সদস্য ও মণিরামপুর বঙ্গমাতা মহিলা সমবায় সমিতির সভাপতি তাসরিন সুলতানা শোভা, সাধারণ সম্পাদক ডাঃ সুরাইয়া আক্তার ডেইজি, উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হকসহ সমবায় সমিতির সদস্যা বৃন্দ। আলোচনা সভা শেষে শ্রেষ্ট সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উক্ত সভা সঞ্চালনায় ছিলেন রাজু আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top