ইমাদুল ইসলাম, যশোরঃ যশোর ও নড়াইলের বিভিন্ন এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচীতে জনসাধারণের দুর্ভোগ এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়ক, মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে র্যাব -৬। ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩,যশোর এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান বিএনপি কর্তৃক হরতাল-অবরোধে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি রোধে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর পাশাপাশি র্যাবের টহল অব্যাহত আছে।০১ অক্টোবর ২০২৩
তারিখ রোজ বুধবার র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর দায়িত্বপূর্ণ যশোর ও নড়াইল জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহ একাধিক টহল টিম সর্বদা নজরদারি অব্যাহত রাখে। গুরুত্বপূর্ন স্থান সহ হাইওয়ে ও যান চলাচল স্বাভাবিক রাখা এবং এলাকায় অপ্রীতিকর ঘটনা রোধে ২৪ ঘন্টা নিরলস ভাবে দায়িত্ব পালন করছে র্যাবের টহল দল। র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর টহল কার্যক্রম ও জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভৃমিকা পালন করে আসবে।