রিপোর্টার মিজানুর রহমানঃ বটিয়াঘাটা উপজেলা আ’লীগের উদ্যোগে আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা সফল করতে এক প্রস্তুতি
মূলক সভা গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলা আলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ
হালদারের সঞ্চালনায় স্থানীয় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি নিমাই চন্দ্র রায়, মৃন্ময় পাল, মীর
মোহাম্মদ আলী, মোশারফ হোসেন মুসা,সুধাংশু রায়, খলিলুর রহমান, পলাশ রায়,নারায়ন সরকার, মুশিবুর রহমান, আসলাম তালুকদার, মানষ পাল, চেয়ারম্যান আসাবুর রহমান আসাব,
চেয়ারম্যান জি এম মিলন গোলদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,অনুপ গোলদার, বি এম মাসুদ রানা,রবীন্দ্রনাথ সরকার, অনুপম বিশ্বাস, অহেদুর রহমান, অরিন্দম গোলদার, কৃষক লীগ নেতা গৌরদাস ঢালী, মোঃ শাহারিয়ার,মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান, মুন্নাফ বিশ্বাস, অনুপম মন্ডল, পার্থ রায় মিঠু, ইব্রাহিম সেখ, শফিকুজ্জামান বুলু, শশাংক রায়, মুশফিকুর রহমান সবুজ, সুরোজিত মন্ডলসহ আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।