সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে উপজেলার ভৈরব ও আতাই নদীতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম। এ অভিযানে বিপুল পরিমাণ
কারেন্ট জাল ও অন্যান্য জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম এ প্রতিবেদককে জানান আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নদ-নদীতে অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।