নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় মশার বংশ বিস্তার ও উপদ্রপ রোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে ৩০ শে অক্টোবর (সোমবার) এই কার্যক্রমের উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।
ঐসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, কৃষি কর্মকর্তা গাজীউল হক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী রায়হানুল ইসলাম, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, আবু সাঈদ মিলন, রফিকুল ইসলাম অপু, জুলফিকার আলী, সাইদুল ইসলাম মিলন, খোরশেদ আলম, আকরাম হোসেন, সেলিনা বেগম, নুরনাহার মিষ্টি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রম উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। পৌর শহরসহ ৯টি ওয়ার্ডের প্রতিটি মহল্লায় ড্রেন ও ঝোপ-ঝাড় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে মুক্ত রাখতে মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে ঔষধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) করা হবে জানিয়েছেন পৌরসভার মেয়র।