কামরুল হাসান মুরাদঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পরিত্যক্ত জেলখানা কোয়ার্টার থেকে অজ্ঞাতনামা ভারসাম্যহীন এক বৃদ্ধা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বাইপাস এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরে সে উপজেলার বিভিন্ন জায়গায়
ঘুরে বেড়ানোসহ প্লাষ্টিক বোতল টুকিয়ে বিক্রি করে জীবনযাপন করতো। এবং ঐ পরিত্যক্ত বিল্ডিং এ সে রাত্রী যাপন করতো। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই নারী মানসিক ভারসাম্যহীন। রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা সরকারি গোরস্থানে মাটি দেওয়ার ব্যবস্থা করেন।