কুয়েটের উপ-পরিচালক হেলাল ফকির আন্তর্জাাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমসে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়ছে

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ কুয়েটের পরিচালক ছাত্রকল্যাণের দপ্তরের উপ-পরিচালক হেলাল ফকিরসহ ঢাকা মাস্টার্স অ্যাথলেিিটকস দল আন্তর্জাাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমসে অংশ নিতে আগামীকাল ১ নভেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। ভারতের কুচবিহারে ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৩৫ থেকে ৯০ বছর বয়েসি অ্যাথলেটদের আন্তর্জাাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমসে ঢাকা অ্যাথলেটিকস দলের প্রতিনিধিত্ব করবেন কুয়েটের

পরিচালক ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক হেলাল ফকির। ভারতের কোলকাতার বেঙ্গল মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং কুচবিহার মাস্টার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমস-২৩ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য ২০১৯ সালে ভারতের পশ্চিম মেদেনিপুর কোলকাতায় অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় লংজাম্প ও ট্রিপল জাম্প এ প্রথম স্থান অধিকার করে মো. হেলাল ফকির। দেশের জন্য সুনাম অর্জন করতে পারে এ জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top