ককটেল বিস্ফোরন ও পিকেটিংয়ের অভিযোগে নাটোরের বিএনপি-জামায়াতের ৩৪ জন আটক

রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ দেশব্যাপি বিএনপি’র ডাকা হরতালের সমর্থনে নাটোরের গুরুদাসপুরে ককটেল বিস্ফোরন ও জেলার বিভিন্ন উপজেলায় পিকেটিং করে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে ঘটনায় বিএনপি-জামায়াতের অন্তঃত ৩৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নাটোরের লালপুরে ২২ জন,সিংড়ায় ৫ জন, নলডাঙ্গায় ৪ জন ও গুরুদাসপুরে তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়ারুজ্জামান জানান, হরতালকে কেন্দ্র করে গতকাল আনুমানিক রাত্রি ১টার দিকে গুরুদাসপুর পৌর সদরের নাজিম উদ্দিন এন্ড কলেজ রোডে অবস্থান নেয় বিএনপি ও জামায়াতের নেতারা।

এসময় তারা ককটেল বিস্ফোরন করে। পুলিশ উপস্থিত হলে তাদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। এ সময় পুলিশ কঠোর অবস্থানে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের আটক করা হয়। অপরদিকে জেলার লালপুর উপজেলা থেকে পিকেটিং করে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে নাটোরের লালপুরে ২২ জন,সিংড়ায় ৫ জন, নলডাঙ্গায় ৪ জন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের আটক করে পুলিশ। পরে আজ রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top