সেলিম খান সাতক্ষীরাঃ বাংলাদেশ জনগণের সাথে বিএনপির সম্পর্ক নাই সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় এই কথা বললেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মেদ স্বপনের। ২৮ শে অক্টোবর শনিবার বিকাল ৫টায় কলারোয়া উপজেলা হাইস্কুল মাঠে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
২৮ তারিখ রাজধানী ঢাকায় সরকার পতনের এক দফা দাবির সমাবেশ থেকে রবিবার যে সকাল সন্ধ্যা হরতাল ডাক দিয়েছে তার প্রতিবাদে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মেদ স্বপনের উদ্যোগে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্নয়ন দেখে জামায়াত, বিএনপির নেতারা বিচলিত হয়ে পরেছে। তাই বিএনপি আর নির্বাচনে আসতে চাই না। বিএনপি কে ফ্রী নির্বাচন দিলেও তারা নির্বাচনে যাওয়ার সাহস নেই।বাংলাদেশের জনগণ আজ বিএনপির সাথে নেই বলে উল্লেখ করে ফিরোজ আহাম্মেদ স্বপন বলেন, এই সব হরতাল বাদ দিয়ে নির্বাচনে আসার আহবান করেন এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা,কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুলজ্জান বুলবুল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান বেনজির হোসেন হেলান, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, আসলাম হোসেন,মাস্টার নূরুল ইসলাম, কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহেল রানা, জানালা বাদ চেয়ারম্যান নিশান, হেলাতলা ইউনিয়ন সবেক সভাপতি মাজেদ বিশ্বাস, শফিকুল ইসলাম, সহ ১২ টি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।