খাদ্য দুর্নীতি কান্ডে এবার ইডি র হাতে গ্রেপ্তার পশ্চিম বাংলা র মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক

IMG_20231027_182555.jpg

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ গতকাল গভীর রাতে প্রায় কুড়ি ঘন্টা জেরার পর অবশেষে গ্রেপ্তার হলেন পশ্চিম বাংলা র সাবেক খাদ্য মন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক। তাকে পশ্চিম বাংলা র খাদ্য দুর্নীতি কান্ডের ব্যাপক অনিয়ম হয়েছে বলে মনে করেন এবং তিনি খাদ্য মন্ত্রী থাকার সময় এই দুর্নীতি হয়েছে বলে মনে করেন ইডি। কিছুদিন আগে খাদ্য দুর্নীতি কান্ডে বাকিবুর রহমান কে গ্রেপ্তার করে ইডি। তাকে জিজ্ঞেস করে বের হয় সাবেক খাদ্য মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক এর অপ্ত সহায়ক অভিজিৎ বাবুর নাম। গতকাল থেকে দফায় দফায় ইডি অভিযান শুরু করে। এবং পশ্চিম বাংলা র সাবেক খাদ্য মন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক কে ইডি র কেন্দ্রীয় কার্যালয় ডাক করেন এবং সেখানে দীর্ঘ কুড়ি ঘন্টা জেরার পর জোতিপ্রিয় মল্লিক কে গ্রেপ্তার করে ইডি। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তার অপ্ত সহায়ক অভিজিৎ বাবু কে। এবং ঠিক তার আগে একযোগে ইডি অভিযান শুরু করে জোতিপ্রিয় মল্লিক ও তার সচিব

এর বাড়িতে। সেখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে আসে ইডি র কর্মকর্তারা। আজ কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাছে তাদের তোলা হবে। এবং তাদের কে ইডি র রিমান্ডে নেয়া হবে বলে জানান। জোতিপ্রিয় মল্লিক প্রথম ২০১১শে, যখন পশ্চিম বাংলা য় তৃনমূল ক্ষমতা দখল করে ঠিক সেই সময় পশ্চিম বাংলা র খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার পর এই গুরুত্বপূর্ণ খাদ্য দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়। এবং হাইকোর্টের নির্দেশে ইডি তদন্ত শুরু করেন। আজ এই প্রথম খাদ্য দুর্নীতি কান্ডে পশ্চিম বাংলা র কোন মন্ত্রী ইডি র হাতে গ্রেপ্তার হয়েছে। তবে তৃনমূল দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে প্রতিহিংসার রাজনীতি করছে বি জে পি তার প্রতিফলন ঘটেছে জোতিপ্রিয় মল্লিক কে গ্রেপ্তারের মধ্যে দিয়ে। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি র আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top