মেহেরপুরে শিক্ষক ও সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

IMG_20231025_225203.jpg

মেহেরপুর প্রতিনিধি: আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসুচির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মেহেরপুর সদর উপজেলার শিক্ষক ও সুপারভাইজারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ কর্মসুচি বাস্তবায়ন করে। মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত

থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ সুরুজ্জামান।
সভায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন। কর্মসুচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মেদ সভায় বর্তমান শিখন কেন্দ্রগুলোর শিখন শেখানো অবস্থা, কেন্দ্রের পড়া-লেখার মান যাচাইসহ কেন্দ্রের পরিবেশ ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় মেহেরপুর সদর উপজেলার ৭০ জন শিখন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top