দাকোপে মহা নবমীতে শ্রীনগর মন্দির কমিটির উদ্যোগে গীতা দান অনুষ্ঠান

IMG_20231023_214008.jpg

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় কামারখোলা ইউনিয়নে শ্রীনগর সার্বজননীন দুর্গা পূজায় মহানবমীতে মন্দির কমিটির উদ্যোগে শ্রীমদ্ভাগবত গীতা দান করা হয়েছে। ২৩শে অক্টোবর সোমবার সকল ১১টায় মন্দির কমিটির সভাপতি প্রসেনজিৎ রায় এর সভাপতিত্বে এলাকার পুজা দর্শনাথীরদের মধ্যে শ্রীনগর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্দির মাঠচত্বরে মহা নবমীতে মৈত্রী বন্ধন অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা দান করা হয়।

অত্র মন্দিরে এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিহার রায়, সদস্য তন্ময় মন্ডল,গোবিন্দ মন্ডল, বিষ্ণুপদ রায়, গৌরাঙ্গ মন্ডল, সঞ্জয় মন্ডল, ধর্মেন্দ্র মন্ডল, সমীর মন্ডল, বিভুতি বাওয়ালী, মিলন গাইন,তপন মন্ডল, পুলিন মন্ডল অমিতাভ রায়,তপন মন্ডল সহ রামনগর সার্বজনীন দূর্গাপূজা মন্দিরের সম্মানিত ভক্তবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ ও সূধী ভক্ত মন্ডলী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top