আড়ংঘাটার বাইপাস সড়কের মাছের ঘের থেকে গলাকাটা লাশ উদ্ধার থানায় মামলা দায়ের, গ্রেফতার -২

সৈয়দ জাহিদুজ্জামানঃ খুলনার আড়ংঘাটা থানার বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘের থেকে আবুল কালাম শেখের ( ৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ জানা যায় নি। রবিবার (২২ অক্টোবর) বিকাল বেলা আড়ংঘাটা থানা পুলিশ গলাকাটা অবস্থায় আবুল কালামের মৃতদেহ উদ্ধার করে। মৃত আবুল কালাম শেখ তেলিগাতী মধ্যপাড়া এলাকার গহর আলীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে আবুল কালাম শেখ বাইপাস সড়কের পার্শ্ববর্তী নিজস্ব ঘের থেকে সবজি তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুরের পর বাড়ি না ফেরলে নিহতের ভাইয়েরা তার খোঁজে বাড়ি থেকে বের হয়। এ সময় তারা ঘেরের পাশে খোঁজাখুঁজি করতে থাকে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা মহসিন মোড়ল নামে জনৈক ব্যক্তির মাছের ঘেরে তার পরনের লুঙ্গি ও গামছা পনিতে ভাসতে দেখে। এ সময় তারা ঘেরের পানির ভিতর ঝোপঝাড়ের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পায়। নিহতের ভাই শেখ মফিজুল জানান, রবিবার সকাল ৯টায় তার ভাই কালাম শেখ বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে বাড়ি না ফিরলে আমরা বাড়ি থেকে এসে খোঁজাখুঁজি করে মাছের ঘেরে তাকে পাওয়া যায়। তার শরীরে একাধিক কোপ ও গলা কাটা ছিল। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফুল হায়দার এ প্রতিবেদককে জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ, দুই চোখের ভুরুতে কোপের দাগ, বাম চোখের পাতায় কোপের দাগ এবং শরীরের পেছনে কোপের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায় নি। মরদেহ তৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top