কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোনা ৩ কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি শুক্রবার রাতে ও শনিবার সকালে বাংলাদেশ যুবমহিলালীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক অপু উকিলকে সঙ্গে নিয়ে পুজামন্ডপ পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা, সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এলাকায় পূজামন্ডপ পরিদর্শন কালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে পরামর্শ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন,এছাড়াও পুজারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এছাড়াও কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, নির্বাহী অফিসার কাবেরী জালাল,কেন্দুয়া আটপাড়ার সার্কেল অফিসার হোসাইন মোহাম্মদ ফারাবী ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পুজামন্ডপ পরিদর্শন করে তারা বলেন ধর্ম যার যার উৎসব সবার।সকল শ্রেনী পেশার মানুষ মিলে মিশে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার উৎসবকে সহযোগিতা করবেন।