মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনাঃ বরগুনার আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের বরশিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। মাছটি বিক্রি হয়েছে ২২হাজার টাকায়। বছরের সেরা পাঙ্গাস বলে আড়ৎদার মোঃ ফোরকান চৌকিদার দাবী করেছেন। জানা গেছে, আড়পাঙ্গাশিয়া গ্রামের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকেলে পায়রা (বুড়িশ্বর) নদীতে বরশি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে বরশিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙ্গাস মাছ। মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাইভাই
মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৭ কেজি। আড়ৎদার মাছটি ভাগা দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করেন। জেলে সেরাজুম জানান, এবছর নদীতে মাছের আকাল এর মধ্যে বরশিতে এত বড় পাঙ্গাস পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া।পাইকারী মাছের আড়ৎদার মোঃ ফোরকান চৌকিদার জানান, এবছর এত বড় সাইজের পাঙ্গাস আর বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় জমান। আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার জানান, জেলেরা বিভিন্ন সময় অবরোধ সঠিক ভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।