নড়াইলে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ হাজার ৪০০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।অনুষ্ঠান শুরুতে কোরআান তেলাওয়াত করেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন।
কৃষকদের মাঝে বিনা মুল্যে

সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হৃদয় হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top