নাটোরের বড়াইগ্রামে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ নাটোরের বড়াইগ্রামে একটি তেল, গ্যাস সিলিন্ডার ও চুলা বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার মৌখাড়া বাজারে এই দূর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, মৌখাড়া বাজারের সুজন মিয়ার জ্বালানী তেল, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা বিক্রির দোকানের ভেতর গ্যাসের চুলা মেরামতের কাজ চলছিল। এ সময় চুলায় আগুন দিলে সেখান থেকে মুহুর্তেই আগুন

ধরে যায়। এসময় দোকানে থাকা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে যায়। পরে আগুন দোকান সংলগ্ন গোডাউনেও ছড়িয়ে পরে। মুহুর্তেই আগুনের ভয়াবহতা বেড়ে যায়।
খবর পেয়ে নাটোর, বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ২০২১ সালের সেপ্টেম্বরে একই দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।  সেই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্থ হয়। সটঃ-  আখতার হামিদ খান, স্টেশন অফিসার, নাটোর ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top