কেন্দুয়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” শ্লোগানে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ভাস্কর তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top