দিঘলিয়ায় শেখ রাসেল দিবস উদযাপিত

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেল দিবস উপলক্ষে একটি র ্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে শেখ রাসেলর জন্মদিনের অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও কেক কেটে জন্মদিন পালন এবং প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান, মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল করিম , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কিশোর আহম্মেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সামাজিক ব্যক্তিবর্গ। উপজেলা প্রকৌশলীর আবু তারেক সাইফুল কামাল জানান, ডিজিটাল সংযোগ স্থাপন (ই ডিসি) প্রকল্পের আওতায় দিঘলিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা বেলা সাড়ে ১২ টায় উপজেলা

নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান এস এম ফরিদ আকতার, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, মাষ্টার কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইমাম আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের খান হাফিজুর রহমান নবী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দীলিপ দাস , নিত্য নন্দন রায় সহ উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
*সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল দিবস পালনঃ

সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা,র ্যালি, বৃক্ষ রোপন, সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, কুইজ, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মোঃ মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম সাখাওয়াত হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক লিলি আক্তার, সহকারী শিক্ষক মোকছেদ আলী, ওমর আলী বিশ্বাস, রত্না রানী বিশ্বাস, সালমা খাতুন, গাজী নাজমুস সাকিব, শিউলি খাতুন, মোঃ সাজ্জাদ হোসেন, শিউলি আক্তার, মোঃ নাজমুল ইসলাম, জহিরা মমতাজ,রমিজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন পর্যায়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

*দিঘলিয়ায় মজিদ মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপিতঃ দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে ১৮ অক্টোবর সকাল ১০ টায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র ্যালী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, মোঃ রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, বসন্ত কুমার সহ সকল শিক্ষক , ছাত্র – ছাত্রী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র ্যালী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে “শেখ রাসেল দিবস – ২০২৩” এই প্রতিপাদ্যের উপর দেয়ালিকা প্রকাশের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top