শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ দাকোপ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,
ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, করুনা কান্তি সরকার,শেখ সেলিম আহম্মেদ, ইফতেকার হোসেন, ইউপি সদস্য কনিকা রায়, সার ও বীজ ডিলার ইবাদুল শেখ, দেবাশিষ সাহা, কৃষক আশুতোষ মিস্ত্রী প্রমুখ।