গোপালগঞ্জে ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

IMG_20231017_190006.jpg

তপু শেখ গোপালগঞ্জঃ স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইলের অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গহরডাঙ্গা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচীব মাওঃ শামসুল হক।

এ সময় গহরডাঙ্গা মাদ্রাসার প্রধান মুফতি নুরুল ইসলাম, সিনিয়র মহাদ্দিস মাওলানা আব্দুস সালাম, বাঁশবাড়িয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা নুরুল হক, ফেরীঘাট মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম সহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে গোপালগঞ্জ সহ পাশ্ববর্তী জেলা নড়াইল, বাগেরহাট, পিরোজপুর মাদ্রাসার উলামায়েক্রাম শিক্ষক ও ছাত্ররা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাকসুদুল হক।
মানববন্ধনে বক্তারা ইসরাইলের অমানবিক নির্যাতন ও সন্ত্রসী হামলার তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top