ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যার প্রতিবাদে খানজাহান আলী থানা ইমাম পরিষদের উদ্যোগে ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

IMG_20231015_200503-scaled.jpg

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ফিলিস্তিনে অবৈধ ইসরাইলের আগ্রাসন ও নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যা চালানোর প্রতিবাদে ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আছরবাদ খানজাহান আলী থানা ইমাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। থানা এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ডখন্ড মিছিল সহকারে তৌহিদী জনতা ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এসে একত্রিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট, মাইলপোস্ট, মানিকতলা হয়ে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এসে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। দোয়া পরিচালনা করেন সাইফ‚ল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মানছুরর রহমান। বিক্ষোভ মিছিল পূর্ববর্তি প্রতিবাদ সভা ফুলবাড়ীগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান হাফিজীর সভাপতিত্বে এবং জামিয়া কারিমিয়া ফুলবাড়ীগেট মাদরাসার মুহতামিম

মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন মুফতি হুমাউন কবির বাচ্চু, মাও. আব্দুল আজিজ, আ. জব্বার আজিমী, মাওলানা মাসুম বিল্লাহ, মাও. ফরিদ আহমেদ, মুফতি আব্দুল্লাহ, কেসিসি ২নং ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর মো. সাইফ‚ল ইসলাম, খানজাহান আলী থানা আ’লীগ নেতা সুরুজ্জামান হানিফ, মো. শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, বিএনপি নেতা এনামুল হাসান ডায়মন্ড, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসমাইল হোসেন ইমন, মাও. ওয়ালিউল্লাহ, মাও. মনিরুল ইসলাম, মাও. জাহিদুল ইসলাম, মাও আকবার আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার তৌহিদি জনতা কালেমা খচিত পতাকা এবং প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বিশ্ব জুড়ে ইসরাইলি হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে

বিক্ষোভ এবং প্রতিবাদ জানালেও ইসরাইল তাদের বরবরতা চালিয়ে যাচ্ছে। এই অবস্তায় ইসলামী দেশসহ বিশ্ব নেতাদেরকে ফিলিস্তিনির পাশে দাড়ানোর আহবান জানান । প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ ইসরাইলের সকল পণ্য বর্জনের মধ্যে দিয়ে তাদেরকে অর্থনৈতিক ভাবে দুর্বল করার জন্য সকলকে আহবান জানান। ইসরাইলের অবৈধ আগ্রাসন এবং গণহত্যা বন্ধে দলমত শ্রেনী পেশা নিবিশেষে সর্বস্থরের হাজার হাজার তৌহিদী জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাবেশে রুপ নেয়। আগামী ২০ অক্টোবর শুক্রবার আছরবাদ ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলের আগ্রাসন ও নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যা চালানোর প্রতিবাদে ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top