ছাতক উপজেলার ৩৩ টি মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গোৎসব উদযাপন

IMG_20231015_195407.jpg

সেলিম মাহবুব, সিলেটঃ ছাতকে সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানের প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। বর্তমানে মন্ডপে-মন্ডপে প্রতিমাকে রঙতুলির আঁচড় দিয়ে সাজানো হচ্ছে। এবং ছাতক পৌর শহরের মন্ডলীভোগ মহল্লায় প্রতিমা তৈরির কারিগর বলরাম জানান তিনি এখন পর্যন্ত ১৪ টি প্রতিমা তৈরির কাজ করছেন। শেষপর্যায়ে মন্ডপে আলোক সজ্জা এবং প্রতিমাকে শাড়ি ও অলংকার পরানো হচ্ছে। ছাতক উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মনিশংকর ভৌমিক ও সাধারণ সম্পাদক বাবুল রায় জানান,টানা এক সপ্তাহ বৃষ্টির কারণে এবছর প্রতিমা তৈরিতে অনেকটা দেরী হয়ে গেছে। না হয় এরই মধ্যে মন্ডপে-মন্ডপে সাজ-সজ্জার কাজ সমাপ্ত হয়ে যেতো৷ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১ টি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পালন হবে বলে জানিয়েছেন তারা। ছাতক পৌর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী,সাধারণ সম্পাদক দুলন তরফদার জানান, ছাতক পৌরসভায় এবং উপজেলার ১৩ টি ইউনিয়নে মোট ৩৩ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এর মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ২১ টি মন্ডপ এবং পৌর এলেকায় ১২টি মন্ডপে দুর্গোৎসব পালিত হবে৷ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পুঁজা উদযাপন পরিষদের সদস্য কৃপেশ চন্দ, শারদীয় দুর্গোৎসব পালনে সকলের সহযোগিতা কামনা করে ছাতক প্রতিদিনকে জানান,ছাতকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব সময় শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। আশাবাদী এ বছরও এর ব্যাতিক্রম হবেনা। উপজেলার শারফিননগর সাধক সংঘ, বাউশা, ধনীটিলা, গোবিন্দগঞ্জ, দোলারবাজার, জাতুয়া, কালিপুর, জাউয়াবাজার, বরাটুকা সহ বিভিন্ন স্থানে ২১টি মন্ডপে পূঁজা উদযাপন করা হবে। এদিকে কালীবাড়ি, মহামায়া, ত্রিনয়নী,গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, তাতিকোনা, হাসপাতাল রোড, শিববাড়ী, নোয়ারাই নাথ পাড়া, কুমনা সহ পৌর শহরের ১২টি মন্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসব। উপজেলার চরমহল্লা ও কালারুকা ইউনিয়নে কোনো পূঁজা মন্ডপ নেই। আগামী ২০ অক্টোবর

বেলষষ্ঠী পূঁজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান ছাতকে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূঁজা পালনের লক্ষ্যে প্রতিটি মন্ডপে থাকবে পুলিশের কঠোর নজরদারি । পুলিশের পাশা-পাশি এখানে আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সতর্কমূলক অবস্থায় থাকবে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসলাম উদ্দিন প্রতিনিধি কে জানান, ছাতকের ৩৩ টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূঁজা পালনে ইতিমধ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে পূঁজা উদযাপন পরিষদ, মন্ডপ পরিচালনা কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সাথে পৃথক-পৃথক সভা হয়েছে।আশা করি এখানে অতীত ঐতিহ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top