খানজাহান আলী থানা প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং আগামীতে এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট প্রদানে গণসংযোগ ও উন্নয়নমুলক প্রচার লিফলেট বিতরণ করেছে খুলনা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিথার ফাউন্ডেশনের সভাপতি এবং মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক রুনু ইকবাল বিথার। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তিনি ফুলবাড়ীগেট এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ফুলবাড়ীগেট বাজার, মীরেরডাঙ্গাসহ পার্শবার্তি এলাকায় গণসংযোগকালে তিনি স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে সকলকে নৌকা প্রতিকে ভোট
প্রদানের আহবান জানান। ্এ সময় তার সাথে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামাল আহমেদ, থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান হানিফ, মনির শিকদার, শাহজাহান মাস্টার, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুমা খন্দকার মুন্নি, এ্যাড. নার্গিস খানম, আবুল কালাম আজাদ, কাজী মঈনুল ইসলাম বাবলু, নাসির উদ্দিন, জাহাঙ্গীর কবির খোকন, মাসুম খন্দকার, আহসান কবির লাভলু, রেবা সুলতানা, মিনি বেগম, জাহানারা বেগম, রব্বি খান, মিনারা বেগম, তানভীর সবুজ, বকুল কাজী, ইসমাইল হোসেন ইমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। গণসংযোগের পূর্বে তিনি ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।