পটিয়া শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবি মানুষের কল্যাণে কাজ করছে

IMG_20231012_224105.jpg

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে সংগঠনটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয় শ্রমিক লীগ এই সংগঠন। বঙ্গবন্ধুর সময় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৬ দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে শ্রমিকরাও আন্দলনে যুক্ত হন। তারাও শহীদ হন। জাতীয় শ্রমিক লীগ মেহনতি মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাচ্ছে। এতে সংগঠনটি দেশের মেহনতি মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শ্রমজীবি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমজীবি মানুষেরাই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে একটি উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে শ্রমিকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সেফবাজারস্থ সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী’র কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র আলোচনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন। পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইউনুফ নবী টিপু ও পৌরসভা শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ প্রচার সম্পাদক কামরুল হাসান বাবু, উপজেলা শ্রমিকলীগ নেতা নুর মোহাম্মদ চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী, বদিউল আলম, গাজী শফিকুল ইসলাম, বেলাল শরীফ, এমদাদ হোসেন খান, আলী হোসাইন, নবী হোসেন, মো: ইদ্রিস, শাহ জামাল, অজয় দেবনাথ, মজিবুর রহমান, মিন্টু দে, দিলীপ চক্রবর্তী, জাফর আহমদ চৌধুরী, পৌরসভা সাধারন সম্পাদক মোজাম্মেল হক মাজু, মহিলা মেম্বার বিলকিজ আকতার, সাইফুল ইসলাম, সুমন, এরশাদ, জিল্লুর রহমান প্রমুখ। পরে নেতৃবৃন্দরা কেক কেটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্টাবার্ষিকী পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top