সেলিম মাহবুব, সিলেটঃ যুক্তরাজ্যে ছাতকের কৃতি সন্তান, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমসদ চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যস্থ ছাতক-দোয়ারাবাজার আওয়ামী পরিবারের নেতা-কর্মী এক ব্যতিক্রম ধর্মী উৎসবে মেতে উঠেছে। সোমমবার সন্ধ্যায় লন্ডনের স্ট্যান্ডার্ট বালতি হাউজ একটি অভিজাত রেষ্টুরেন্টে আওয়ামী পরিবারের নেতা-কর্মী আনন্দ উৎসব ও নৈশভোজে মিলিত হয়। যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আনন্দ-উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফুল হক সুহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী আজহারুল ইসলাম শীপার, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, টাওয়ার হেমলেটস’র ডেপুটি মেয়র মাঈয়ুম মিয়া তালুকদার, নর্থ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ হাসান, মাসুক সরদার, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান। বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, আবুল কালাম রাজু, আসক আলী, মন্নান মিয়া, লন্ডন মহানগর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, আশিকুল ইসলাম আশিক, শহীদ আলী,
আহবাব মিয়া, এমদাদ মিয়া তালুকদার, আলমগীর হোসেন, মিয়া মোঃ হেলাল, বদরুল আমীন, আজরফ আলী নূর, ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ, মিজান খান, মাছুম মিয়া তালুকদার, রাজু মিয়া তালুকদার, জহিরুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুন নেতৃত্বের প্রয়োজন। সেদিক বিবেচনায় যোগ্যতার ভিত্তিতেই তারুন্য নির্ভর জেলা আওয়ামীলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছেন দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুন নেতৃত্বকে নৌকার মনোনয়ন দেয়ার দাবী জানান বক্তারা। সুনামগঞ্জ-৫ আসনে পরিবর্তনের প্রত্যাশায় ছাতক-দোয়ারার আওয়ামী পরিবার এখন একাট্টা। তৃণমুল নেতৃত্বের অহংকার, পরীক্ষিত মুজিব সৈনিক শামীম আহমদ চৌধুরীই হতে পারে ছাতক-দোয়ারার ভবিষ্যৎ নেতৃত্ব। সভায় ভার্চ্যুয়ালীভাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।