প্রতিবেদন বরগুনা বেতাগীঃ বরগুনার বেতাগী পৌরসভা ৩নং ওয়ার্ডে ৩০ বছর ধরে বাবার দেওয়া জমিতে বসবাস করে আসছে শিউলি আক্তার (৪০) পিতা,মৃত মোবারক হোসেন ২ ই অক্টোবর সোমবার শিউলির সৎ মা ও সৎ ভাই জোর করে শিউলি আক্তার কে নিজ ঘর থেকে তাকে বের করে দেয় ও তার ঘর ভাঙ্গচুর ও লুটপাট করে নিয়ে যাওয়া ও তাকে প্রান নাশের হুমকি দেওয়া অভিযোগ উঠেছে। এবিষয় শিউলি আক্তার জানান আমি আমার বাবা দেওয়া সম্পত্তিতে ৩০ বছর যাবৎ বসবাস করে আসছি আমার বাবা মৃত মোবারক হোসেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন এরপরে ২ ই অক্টোবর সোমবার তার সৎ মা ও সৎ ভাই রাজিব হোসেন আমাকে এসে বলে
এই জমি আমি রাজিব ও আমার মা কে বাবা মৃত্যুর সময় আমাদের কে দানপত্র করে গেছেন। শিউলি আক্তার
বলেন আমি কিছু বুজে উঠার আগে আমাকে নিজ বাসা থেকে বের করে দেয় ও আমার ঘরের মালামাল সব বাহিরে ফেলে দেয় এবং লুটপাট করে নেয়। শিউলি আক্তার বলেন আমি মানুষের বাসায় কাজ করে আমার পাগল স্বামী ও সন্তান নিয়ে কষ্টে করে জীবন যাপন করি এখন আমি কোথায় যাবো, কোথায় থাকবো আমার তো যাবার কোনো স্থান নেই। আমার বাবা সুস্থ থাকাকালীন এই জমিতে আমাকে থাকতে দিছেন আমার বাবা যখন লিভার ক্যান্সাররে আক্রান্ত হয়
তখন আমার সৎ মা ও সৎ ভাই বাবার চিকিৎসার কথা বলে বাবাকে নিয়ে যায় এবং বাবাকে ভুল বুঝিয়ে এই জমি দানপত্র হিসেবে লিখে নেয় এখন আমার পাগল স্বামী সন্তানদের নিয়ে কোথায় থাকবো কি খাবো আমার তো কোনো স্থান নেই । মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার আকুল আবেদন আমার বাবার পত্রিক সম্পতিতে আমি যেন থাকার সুযোগ পাই। এ বিষয়ে রাজিব হোসেন বলেন বাবার লিভার ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের কাছে নিয়ে যাই এরপরে আমার বাবা মৃত মোবারাক হোসেন আমি ও আমার মাকে এই জমি দানপত্র স্বরূপ দিয়ে যায়।