দাকোপ খুলনা প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে চড়া ও চুনকড়ি নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী সহ নেট পাটা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ৮ অক্টোবর রবি বার দুপুরে দাকোপ উপজেলার চড়া নদী ও চুনকুড়ি নদী হতে বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় আটটি অবৈধ নেট পাটা ১৫ টি চায়না দুয়ারী ও অন্যান্য অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়। পরবর্তীতে বিকেলে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে ঐ সকল অবৈধ জাল
এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে সুত্রে জানাযায়। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, সহকারী মৎস্য অফিসার বাদল কৃষ্ণ সাহা, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার বিপুল কুমার দাশ,নৌ পুলিশের এস আই ইলিয়াস, এস আই আনোয়ার হোসেন সংঙ্গীয় পুলিশ ফোর্স, ও মৎস্যঅফিসের আরও অনেকে।