রিপোর্টার শাহনেওয়াজ শাহ্ঃ দৈনিক ইনকিলাব পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা প্রতিনিধি ময়নাল হক ভূইয়া (মইনুল) এর ছোট ভাই আনোয়ার হোসেন ভুঁইয়া (আবন) ইন্তেকাল করেছেন। “(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না -ইলাইহি রাজিউন)” মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। ০৬ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১.১৫ মিনিটের সময়ে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র,এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও
গুনগ্রাহী রেখে গেছেন। আখউড়া সাংবাদিক মহলসহ আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি ও কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আনোয়ার হোসেন ভুঁইয়া আবনের অকাল মৃত্যুতে ” দৈনিক ইনকিলাব পত্রিকার পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।