নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসলে নির্বাচনী প্রচারণার শীর্ষে লায়ন নুর ইসলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে মিডিয়া কোটায় নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী লায়ন নুর ইসলাম প্রচার প্রচারণায় ও জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে বলে জানা যায়। বিগত ছয় মাস পূর্বে তিনি নড়াইলের ২০ টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কার্যক্রম তুলে ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ
আওয়ামী লীগ কে ভোট দিয়ে পুনরায় সরকার গঠনের ব্যাপারে উদ্বুদ্ধ করেন।নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দলীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল নিয়ে তিনি এসব কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ নড়াইলের লোহাগড়া উপজেলায় সালনগর ও লাহুড়িয়া ইউনিয়নে গণ সংযোগ করেন। জবাবদিহিতা মূলক সংসদীয় এলাকা হিসাবে নড়াাইল ২ ও স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।