আমতলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনাঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই ¯স্লোগান কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনার আমতলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালী ও আলোচনা সভা। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত¡র থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ওই মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাগন অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, সোহেলী পারভীন মালা, অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ নাজমুল হক।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, একটি শিশুর জন্মের পর আমাদের প্রধান কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন করা। সরকারের ১৮টি প্রতিষ্ঠান থেকে সেবা পেতে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই জন্মনিবন্ধন তার পরিচয় বহন করে। জন্ম নিবন্ধন থাকলে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top