শফিয়ার রহমান,পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় এনজিও সংস্থা ডরপ ইভলভ প্রকল্পের এ্যাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডরপ ইভলভ প্রকল্প পাইকগাছা প্রেসক্লাবের হলরুমে ডরপ ইভলভ প্রকল্প এই প্রথম উপজেলা সিএস ও নেটওয়ার্ক দলকে এ্যাডভোকেসি নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের সুশীল সমাজের সমন্বয়ে এডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। অর্থায়নে হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন, বাস্তবায়নে
ডরপ ইভলভ প্রকল্প। ডরপ ইভলভ প্রকল্পের রুমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রশিক্ষন পরিচালনা করেন প্রকল্প সম্মনয়কারী প্রতিভা বিকাশ সরকার। ডরপ ইভলভ প্রকল্পের এাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, জিএম আজহারুল ইসলাম, সুশীল সমাজের সদস্য কাজী আবুল বাশার, ছন্দা সুলতানা বীনা, মোঃ মুনিরুল ইসলাম, রেহানা বেগম, পুরবী মিস্ত্রী, সঞ্জয় মন্ডলসহ সুশীল সমাজের অন্যান্য সদস্যসহ ২৫জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।