দাকোপে পানখালী ইউনিয়নে খোনা এলাকায় নদী বাধঁভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় পানখালী ইউনিয়নের ৮ নাং ওয়ার্ডে খোনা এলাকায় নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়ীবাঁধ ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানাযায়, কয়েক দিন ধরে অতিরিক্ত ভারী বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারেপানি বৃদ্ধির কারনে ৫ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভদ্রা নদীর তীরে পানখালী ইউনিয়নের খোনা এলাকায় ওয়াবদা রাস্তায় ভাঙ্গন দেখা যায়। এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলকার হাজার হাজার বিঘা জমির চলতিমৌসুমের আমন ধানের বীজতলা তোলানো সহ পুকুরের মাছ ভেসে ও এলাকার মানুষের ঘরবাড়ী তলিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট ইউপি শেখ সাব্বির আহম্মেদ জানান।

তিনি আরও জানান বিষয়টি তৎক্ষনাৎ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান সহ নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে মোঠফোনে জানানো হয়েছে। নির্বাহীঅফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসিয়াল কাজে বাহিরে আবস্হান করছেন বলেজানান। এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সাথে কথা হলে তিনি বললেন আমি খবর পেয়েছি অফিসিয়াল কাজে বাহিরে থাকার কারনে এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয় বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয় টিতৎক্ষনিক ভাবে জানানো হয়েছে এবং পানি উন্নয় বোডের তত্বাবধানে কাজ চলছে। এ ব্যাপারে পানি উন্নয় বোডের প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন দাকোপে পানখালী ইউনিয়ন খোনা এলাকায় নদী ভাঙ্গনের খবর পাওয়ার পর পরই আমাদের লোকজন ঘটনা স্হলে গিয়ে পাশ্ববর্তী এলাকায় নদী ভাঙ্গনের কাজ চলার কারণে সেখান থেকেই লোকজন এনে বস্তাফেলে কজ শুরু করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top