বিশ্বম্ভরপুর থানায় আইন শৃঙ্খলা ও বিট পুলিশিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় থানা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর পুলিশ প্রশাসনের আয়োজনে থানা মিলনায়তনে আইন-শৃঙ্খলা ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসআই আমিমুল এহসান’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ শ্যামল বণিক। থানাসূত্রে জানাযায় সাম্প্রতিক সময়ে থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে উপজেলার সর্বত্র জনসচেতনতা বৃদ্ধি করে যাচ্ছেন অফিসার ইনচার্জ শ্যামল বণিক। তাঁকে স্পষ্ট ভাষায় বলতে শোনা যায়”মাদক ও জুয়া যেখান থাকবে সেখানে শ্যামল বণিক থাকবে। অথবা শ্যামল বণিক যেখানে থাকবে সেখানে মাদক ও জুয়া থাকবে না”। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছবাব মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ধনপুর

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন মিয়া,পলাশ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোহেল আহমদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ওসি (তদন্ত) মোহাম্মদ কিবরিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, সলুকাবাদ ইউপি আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মতি মিয়া, গণমাধ্যমকর্মী হাসান বশির ও শফিউল আলম। এছাড়াও মুক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আবুল কালাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল বাসিত প্রমূখ। অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন আপনাদের সকলের সহযোগিতায় বিশ্বম্ভরপুর কে মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত করে সুন্দর শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করতে চাই। তিনি আরোও বলেন এরই মধ্যে আপনারা জেনে থাকবেন আমি যোগদানের

পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকল মহলের প্রতি আহবান জানিয়ে আসছি এবং এবং কয়েকটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। সভায় ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ বক্তাগণ মাদক মুক্ত ও সন্ত্রাসমুক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে তুলতে ঐক্যমত পোষণ করেন। অফিসার ইনচার্জের বক্তব্য কে সমর্থন করে উপস্থিত সকলেই সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত মত বিনিময় সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন হাট বাজারের সভাপতি সম্পাদক বৃন্দ, উপজেলার পরিবহন সেক্টরের সংগঠন/সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top